বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নতুন সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান। আজ নির্বাচন কমিশনার মো. আমিনুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে জেনারেল ওয়াকারকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
বিওএর সভাপতি পদ থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি মহাসচিব সৈয়দ শাহেদ রেজাকে চিঠি দিয়ে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন। এর পরপরই সভাপতির শূন্য পদে নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
নির্বাচনে খসড়া ভোটার ছিলেন ৭১ জন কাউন্সিলর। জাতীয় ক্রীড়া পরিষদ বিভিন্ন ফেডারেশন থেকে এঁদের বেশ কয়েকজনকে অব্যাহতি দেওয়ায় তাঁদের বাদ দিয়ে চূড়ান্ত ভোটার তালিকা দাঁড়ায় ৫২ জনের|