বিএনসিসির সেকেন্ড লেফটেন্যান্ট হলেন আবু তালেব|

0
9

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) হাটহাজারী সরকারি কলেজ প্লাটুনের কমান্ডার পিইউও (প্রফেসর আন্ডার অফিসার) মো. আবু তালেব ‘সেকেন্ড লেফটেন্যান্ট’ পদে পদোন্নতি পেয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লোকমান।

এর আগে গত ২৩ অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. মাহবুবুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পদোন্নতি দেওয়া হয়।

আগামী ১৬ নভেম্বর রেজিমেন্ট সদর দফতরে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে র‌্যাংক ব্যাচ পরিধান করানো হবে। তিনি হাটহাজারী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক। ২০১৬ সালের ২৯ মে হাটহাজারী সরকারি কলেজ প্লাটুনে তিনি প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) হিসেবে যোগ দেন।

২০১৭ সালের ১৫ জুন সফলতার সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) থেকে প্রি-কমিশন ট্রেনিং সম্পন্ন করেন।

উল্লেখ্য, বিগত দিনে তিনি জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা ও উপজেলা পর্যায়ে তিনবার ‘শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক’ নির্বাচিত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here