সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসির বাইউস্ট পরিদর্শন বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট) পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা এরিয়া কমান্ডার ও ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এনডিইউ এএফডব্লিউসি, পিএসসি। কুমিল্লা সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে রবিবার (১৭ নভেম্বর) সকালে তিনি বাইউস্ট পরিদর্শন করেন।
বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি, কুমিল্লা এরিয়া কমান্ডার ও ৩৩ পদাতিক ডিভিশনের সম্মানিত জিওসি-কে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাগত জানান। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল শেখ মাসুদ আহমেদ, এসপিপি, পিএসসি, এমফিল (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল শাব্বির আহমেদ সিদ্দিকী (অব.), ডেপুটি রেজিস্ট্রার মেজর মো. আরিফুর রহমান, ইঞ্জি. (অব.), এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সম্মানিত জিওসি মহোদয় বাইউস্টের সম্মেলন কক্ষে একটি আনুষ্ঠানিক সেশনে অংশগ্রহণ করেন। উক্তসেশনে উপাচার্য মহোদয় বাইউস্টের অবকাঠামো ও একাডেমিক সুযোগ-সুবিধা সম্পর্কে সম্মানিত অতিথিবৃন্দকে সংক্ষিপ্ত ব্রিফিং করেন।
ব্রিফিং সেশনে অংশগ্রহণ শেষে কুমিল্লা এরিয়া কমান্ডার ও ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি বাইউস্ট ক্যাম্পাস পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি গ্রুপ ফটোগ্রাফিতে অংশগ্রহণ করেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাছের চারা রোপন করেন।